খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুরে মাইক্রোবাসের চাকার ভিতর থেকে ১১ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানান, সোমবার (২৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুর ঢাকা-রংপুর মহাসড়কের ইউটার্ন এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় একটি মাইক্রোবাসের চালক সিগন্যাল ভেঙ্গে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পিছনে ধাওয়া করলে ধাপেরহাট বন্দরের ওভারব্রীজের নিচে মাক্রোবাসটি রেখে চালকসহ দুইজন পালিয়ে যায়। পরে মাইক্রোবাসে তল্লাসি চালিয়ে এক্সটা টায়ারের ভিতরে রাখা বিশেষ কায়দায় রাখা ১১ কেজি গাঁজা উদ্ধারসহ মাইক্রোবাসটি জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায় ছাড়াও অন্যান্য সদস্যরা।
গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহ্-নেওয়াজ জানান, মাইক্রোবাসটিতে অজ্ঞাত চালকসহ দুইজন ছিলেন। তারা ওইসময় পালিয়ে যায়। এ ঘটনায় জিডিমুলে থানায় মামলা করা হবে।