খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন এ সভা অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের প্রদৃপ্ত প্রকল্প ও মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্টি অফিসের অর্থায়নে স্কুল লেড কমিউনিটি রেজিলেন্স টু ডিজাষ্টার এন্ড কাইমেট রিস্ক (এসএলসিআরডিসিআর-২) প্রকল্পের ব্যবস্থাপনায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভার শুরুতেই প্রদৃপ্ত প্রকল্পের প্রজেক্ট অফিসার ফারুক হোসেন এবং স্কুল লেড কমিউনিটি রেজিলেন্স টু ডিজাষ্টার এন্ড কাইমেট রিস্ক (এসএলসিআরডিসিআর-২) প্রকল্পের প্রজেক্ট অফিসার আফরুজা বুলবুল দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক ডকুমেন্ট প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন দৈনিক মাধুকর সম্পাদক কে এম রেজাউল হক, সুন্দরগঞ্জের বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মো. আব্দুল মান্নান আকন্দ, স্কুল লেড কমিউনিটি রেজিলেন্স টু ডিজাষ্টার এন্ড কাইমেট রিস্ক (এসএলসিআরডিসিআর-২) প্রকল্পের বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ডিআরআর চ্যাম্পিয়ান আইরিন আকতার, বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের আনোয়ারা আকতার প্রমুখ। সভায় কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
ডিআরআর চ্যাম্পিয়ান আইরিন আকতার ও আনোয়ারা আকতার বলেন, দুর্যোগের সঠিক তথ্য সরবরাহের জন্য সুন্দরগঞ্জে মিটার গেইজ স্টেশন স্থাপন, বন্যার সময় যোগাযোগের জন্য নৌকা বরাদ্দ এবং মানুষের মৌলিক চাহিদা সমুহ পুরুনের জোর দাবী জানান। জেলা ত্রাণ ও পুনবাসন কর্মকর্তা শিক্ষার্থীদের দাবিসমূহ পূরণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।