খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পলাশবাড়ী সরকারি কলেজ শাখার নবগঠিত কমিটি ঘোষণা করায় একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ জুলাই) দুপুরে আনন্দ মিছিলটি প্রথমত: কলেজ চত্বর প্রদণি শেষে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন পলাশবাড়ী উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার আরিফ, যুগ্ম আহবায়ক সুহাদ, পৌর জাসাস’র আহবায়ক হানিফ মিয়া, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব সরকার। সমসাময়িক বিভিন্ন শ্লোগান নতুন কমিটির আনন্দ মিছিলটি ঘোড়াঘাট সড়ক হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় কলেজ শাখার নতুন কমিটির সভাপতি মেজবাহ আহম্মেদ প্রান্ত, সাধারণ সম্পাদক রায়হান আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি শাহাজান মিয়া, সহ-সভাপতি আজাদ সরকার, লিটন সরকার, আহাদ মিয়া, শাকিল মিয়া, সাব্বির হোসেন, শাহাদত ইসলাম, রাজিব মিয়া, তানভির আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, রুহুল আমিন রোহান, রাকিব মিয়া, লিখন সরকার, ফাতেমা আক্তার মিষ্টি, তুহিন মিয়া, সুর্বণা আক্তার, সুরাইয়া আক্তার, খোকন মিয়া, সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ মিয়া, প্রচার সম্পাদক আরিফ শেখ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নয়ন ও ইউছুফ আলী লেবু অন্যান্যরা নেতৃত্ব দেন।