খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠন উপলক্ষে শপথগ্রহণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকালে পলাশবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইয়াসা রহমান তাপাদার-এঁর সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আলমগীর হুসেন এঁর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার (অ. দা.) মো. জিল্লুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্বর্ণা সাহা টুসি, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুস ছামাদ মন্ডল, পলাশবাড়ী প্রেস কাব সভাপতি আলহাজ্ব শাহ আলম সরকার, প্রেস কাব পলাশবাড়ী’র সভাপতি মনজুর কাদির মুকুল, কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা জামায়াত আমীর আবুবক্কর ছিদ্দিক, হরিনাথপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, গণ অধিকার পরিষদ পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি সামছুজ্জামান সিদ্দিকী মামুন, এনসিপি উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী আবু বক্কর সিদ্দিক, সদস্য কাজল রেখা পিংকি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা আহবায়ক রবিউল ইসলাম, জেলা নেতা মাসুদ রানা শেখ, আফরিন জাহান মৌ, সানজিদা ইয়াছমিন শিফা, সাঈদা বিন নুরাইন ও অন্যতমছাত্র নেতা সামিদ।
এরআগে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের বিভিন্ন শ্লোগান সম্বলিত স্বতঃস্ফুর্ত শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। শেষে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন ক্ষুদে শিল্পী ইশরাত জাহান ইভা ও কবিতা পাঠ করেন নাজির হোসাইন আনোয়ার। এসময় স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতাকর্মী ছাড়াও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।