খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) দু’টি পৃথক অভিযানে গাঁজা ও রেক্টিফায়েড স্পিরিটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি টিম সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুর এলাকায় মহাসড়কের মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় যানবাহনে তল্লাশি কালে ১ কেজি ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধারসহ মো. নাসিরুল ইসলামকে (৩৮) আটক করা হয়।
অপরদিকে; এদিন ফুলছড়ি উপজেলার একাডেমি বাজার এলাকায় অভিযান কালে ১শ’ বোতল রেক্টিফায়ের স্পিরিড উদ্ধারসহ মো. রহেদবে (৪০) আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ডিএনসি’র উপ-পরিদর্শক মো. জুয়েল ইসলাম বাদী হয়ে সাদুল্লাপুর ও ফুলছড়ি থানায় পৃথক দু’টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।