খবরবাড়ি ডেস্কঃ পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার (২৪ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসব পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক কর্মকতা মামুনুর রশিদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক আল মামুন।
বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান। অন্যান্যদের মধ্যে গোবিন্দগঞ্জ সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্য বসির আহমেদ, সহকারি জেলা শিক্ষা অফিসার খান মোহাম্মদ সাইফুল ইসলাম ও জেলা শিক্ষা সহকারি পরিদর্শক (স্কুল) রাশেদুল ইসলাম। এসময় অনুষ্ঠানে আমন্ত্রিত শিক্ষার্থী-অভিভাবক ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেয়া হয়।
অনুষ্ঠানের শুরুতেই দিয়াবাড়ী মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দো’আ পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এখন শিক্ষকদের নৈতিকতার অভাব রয়েছে। শিক্ষকদের নৈতিকতার অভাবের কারণে শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যত। শিক্ষা অর্জনের মাধ্যমে মেধার বিকাশ ঘটিয়ে দারা একদিন দেশ ও জাতীর কর্ণধার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। তাদের হাত ধরেই আগামীর বাংলাদেশ হবে বৈষম্যমুক্ত বাংলাদেশ।