খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে হ্যাকার চক্রের দুই মূলহোতাকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ জুলাই) রাতভর সাঘাটা সেনা ক্যাম্পের ক্যাপ্টেনের নেতৃত্বে এবং গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুলের উপস্থিতিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মোবাইল ফোন, সিমকার্ড ও প্রযুক্তি ডিভাইস উদ্ধার করা হয়। গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তালুক রহিমাপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে জামিল হোসেনের ছেলে আশিকুর রহমান (৩২) এবং মুনসুর আলীর ছেলে আদম হোসেনকে (২৮) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে মোবাইল একাউন্ট হ্যাকিং, প্রতারণা ও অবৈধ তথ্য লেনদেনের সাথে জড়িত রয়েছে এমন অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে থানা পুলিশের সদস্যরাও যৌথভাবে অংশগ্রহণ করেন।
গোবিন্দগঞ্জ থানারঅফিসার ইনচার্জ বুলবুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত হ্যাকারদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।