
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের দায়ের করা মামলায় সাংবাদিক সিরাজুল ইসলাম রতন কে জামিন মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। ১১ জুলাই মঙ্গলবার মহামান্য হাইকোর্ট ডিভিশনের বিজ্ঞ বিচারক মিফতা উদ্দিন চৌধুরী ও এ.এন.এম বশির উল্লাহর সমন্বয়ে গঠিত ব্রেঞ্চে আগাম জামিন চেয়ে আবেদন করলে আদালত শুনানি শেষে সাংবাদিক সিরাজুল ইসলাম রতনের ৬ মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, গত ২০ জুলাই পলাশবাড়ী উপজেলা প্রশাসনের মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান সরকারি কাজে বাঁধা প্রদানের অভিযোগে সাংবাদিক সিরাজুল ইসলাম রতনের বিরুদ্ধে ( ৪৪৮,৩৫৩ ও ৫০৬) পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের( নং ২৫/১৭) করেন।
সাংবাদিক সিরাজুল ইসলাম রতনের পক্ষে আইনজীবী হিসাবে শুনানিতে অংশ গ্রহন করেন সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট ইকবাল হোসাঈন।