খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়ন শাখার আয়োজনে এককর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) উপজেলার কামারপাড়া ইউনিয়নের কামারপাড়া কলেজ হলরুমে এ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামছুল ও সদস্য সচিব আব্দুস সালাম মিয়া।
কামারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ্ মো. শওকত আলী মানিক-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোনা’র সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নয়ন কবির নয়ন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ সরকার, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মাসুদ রানা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জোবায়দুল ইসলাম টুটুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কথাগুলো ঘরে ঘরে পৌঁছে দিতে অত্রালাকার বিএনপির নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন তিনি।