আরিফ উদ্দিনঃ গাইবান্ধার পলাশবাড়ীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে বাংলার বর্ষা শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় পলাশবাড়ী বিশ্বসাহিত্য কেন্দ্রের ‘হাসান আজিজুর রহমান মিলনায়তন’-এ বাংলার বর্ষা শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী বিশ্বসাহিত্য কেন্দ্রের সদস্য সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় বাংলার বর্ষা শীর্ষক বিষয়ে বিভিন্ন দিক তুলে বক্তব্য রাখেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সদস্য আলিউল ইসলাম বাদল,আব্দুল্লাহ আদিল নান্নু, ভ্রাম্যমান বইমেলা ইনচার্জ কবি মো. কামরুজ্জামান, বিশ্বসাহিত্য কেন্দ্র ঢাকার প্রতিনিধি রঞ্জন দত্ত মজুমদারসহ অন্যান্যরা। সংগীত পরিবেশ বিশ্বসাহিত্য কেন্দ্রের সদস্য শাজাহান মল্লিক এবং বাবলু মিয়া। বর্ষা সংক্রান্ত কবিতা পাঠ করেন প্রভাষক তাহমিনা বেগম ও অ্যাড. আবিদুর রহমান সবুজ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পলাশবাড়ী সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আই.ম মিজানুর রহমান মিজান।