এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। উপজেলার চরাঞ্চলে পানি বন্দি হয়ে পড়েছে ৪০ হাজার পরিবার। ত্রাণের জন্য হাহাকার করছেন বানভাসি পরিবারগুলো।

বুধবার উপজেলা প্রশাসনের পক্ষ হতে হরিপুর কাপাসিয়াসহ বন্যা কবলিত সাতটি ইউনিয়নের দুই হাজার পানিবন্দি পরিবারের মাঝে চাল ডাল শুকনো খাবারসহ ত্রাণ বিতরণ করা হয়। নৌকা যোগে ত্রাণ সামগ্রী নিয়ে বানভাসিদের কাছে গিয়ে ত্রাণ ঔষধ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান- মাজেদুর রহমান সরকার, উপজেলা নির্বাহী অফিসার-এস.এম গোলাম কিবরিয়া, থানার ওসি আতিয়ার রহমান, পৌর আ’লীগ সাধারণ সম্পাদক- জাহাঙ্গীর আলম, আরএমও ডাঃ বিশে^শর, সুন্দরগঞ্জ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ, হরিপুর ইউপি চেয়ারম্যান নাফিউল ইসলাম, কাপাসিয়া ইউপি চেয়ারম্যান- জালাল উদ্দিন প্রমূখ। ৪০ হাজার বানভাসি পরিবারের ত্রাণের হাহাকার থাকলেও দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।