খবরবাড়ি ডেস্কঃ দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে গাইবান্ধার পলাশবাড়ীতে চারদিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে।
বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে বুধবার (১৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ টাউনহলে বইমেলার উদ্বোধন করেন উপজেলা একাডেমী সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ভ্রাম্যমান বইমেলা ইউনিট ইনচার্জ কামরুজ্জামান, পলাশবাড়ী উপজেলা বিশ্বসাহিত্য কেন্দ্রের সদস্য সাইদুর রহমান, আবদুল্লাহ আদিল নান্নু, আই.ম মিজানুর রহমান মিজান, প্রভাষক নবীউল ইসলাম ও অবসরপ্রাপ্ত ব্যাংকার উত্তম কুমার উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা বইমেলায় স্বতঃস্ফূতভাবে অংশ নেয়। বইমেলা ১৯ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত বইমেলা পাঠক, ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ আলমগীর হুসেন বলেন, ‘মানুষের জীবনে উপলব্ধি অর্জনের জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। সমাজে বইপাঠের প্রবণতা যত বাড়বে-জ্ঞানের পরিধিওতত বিস্তৃত হবে। জাতি গঠনে বই গুরুত্বপূর্ণ ভূমিকা অপরিসীম।
তিনি আরো বলেন, ভ্রাম্যমাণ বইমেলায় পাঠক সমাজসহ স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদের শেখার মতো অনেক কিছু রয়েছে। চারদিনব্যাপী বইমেলার আয়োজন করায় নতুন প্রজন্মের মাঝে বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করবে।