খবরবাড়ি ডেস্কঃ ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-২৭ উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সম্মিলিত পরিষদের মতবিনিময় ও প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) রাত ৯টায় গোবিন্দগঞ্জ পৌরশহরের ঝিলপাড়ায় নওরোজ পার্টি সেন্টারে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন উপজেলার ক্যাবল অপারেটর অংশ নেয়।
নির্বাচনী সভার সভাপতিত্ব করেন চারমিং ক্যাবল টিভি নেটওয়ার্কের সত্ত্বাধিকারী মো. সানোয়ার হোসেন দিপু। এতে বক্তব্য রাখেন টিম লিডার এবিএম সাইফুল হোসেন সোহেল, সৈয়দ মোশারফ আলী চঞ্চল, মো. শাহিন, মো. রফিকুল ইসলাম কচি, মাহমুদুন নবী পলাশ, বিপ্লব কুমার সরকার পল্টু, মনোজ সরকার, জাহাঙ্গীর আলম, ঈসমাইল হোসেন, সাহারুল, আব্দুল্লাহ আল যুবায়ের এরশাদ, রমজান ও রতন প্রমুখ।
সভায় বক্তারা প্যানেলের ৩৩ সদস্যকে ভোট দিয়ে উন্নয়ন করার সুযোগ করে দিলে আগামীতে কোয়াবের সম্মিলিত পরিষদের সকল সমস্যা সমাধান করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।