খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুরে ২২০ পিস ইয়াবাসহ মাদক কারকারী আব্দুর রাজ্জাক শেখকে (৪৭) গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাজিবাড়ী সন্তোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক শেখ ওই এলাকার মৃত আজিজার রহমান শেখের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এদিন সকালে উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাজিবাড়ী সন্তোলা এলাকায় অভিযান চালানো হয়। এসময় আব্দুর রাজ্জাকের বাড়ির নিজ শয়ন ঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ২২০ পিস ইয়াবা জব্দসহ তাকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাইবান্ধা কার্যালয়ের উপপরিচালক শাহ্ নেওয়াজ বলেন, আব্দুর রাজ্জাক শেখ একজন চিহ্নিত মাদক কারবারী। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতার আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।