আরিফ উদ্দিনঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বাদ এশা পৌরশহরের গিরিধারীপুর বায়তুল কারীম জামে মসজিদ প্রাঙ্গণে এ নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পৌর জামায়াতে ইসলামীর আমীর মাও. মোহাম্মদ ইয়াহিয়া’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ (অব.) মো. নজরুল ইসলাম লেবু মাওলানা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের আস্থার প্রতীক। আমরা জনগণের জান-মাল রক্ষাসহ ধর্মীয় মূল্যবোধ এবং ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। জনগণ পরিবর্তন চায়, ইনশাআল্লাহ আমরা ইসলামী রাষ্ট্রব্যবস্থা কায়েম করার লক্ষ্যে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পন্থায় এগিয়ে যাব।”
তিনি আরো বলেন, “বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও দূর্ণীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। জনগণ যদি আমাদের সুযোগ দেয় তাহলে আমরা উন্নয়ন-শান্তি ও ন্যায়ের পতাকা উড্ডীন করব।”
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখার নির্বাচনী কমিটির পরিচালক মাও. আব্দুল মজিদ আকন্দ, উপজেলা পেশাজীবি সংগঠনের সভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিন, উপজেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাও. একরামুল হক, বায়তুল কারীম জামে মসজিদ সভাপতি আহসানুল করিম জিন্নু, আদর্শ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক ইউনুছ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় উপজেলা ও পৌর জামায়াত এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার মিজানুর রহমান। সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।