খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় সোহাগ হত্যার বিচারসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো জেলা বিএনপি কার্যালয়ে এসে হয় । মিছিলে জেলার ৭ উপজেলার ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেয়। এ বিক্ষোভ মিছিল শেষে জেলা বিএনপি কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
এ ময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া জীম ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শহীদুজ্জামান শহীদসহ অন্যন্যরা।
বক্তারা বলেন, একটি গুপ্ত সংগঠন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাচ্ছে। নিজেরা অপরাধ করে বিএনপির নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বিএনপির নামে আর কোন মিথ্যা অপপ্রচার মেনে নেয়া হবে না। ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করা হবে।