আরিফ উদ্দিনঃ ২০২৫ সালের এসএসসি ফলাফলে সর্বোচ্চ ১২১৬ নম্বর পেয়ে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় প্রথম হওয়ার গৌরব অর্জন করেছেন গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের মেধাবী শিক্ষার্থী সিয়াম হাসান।
‘সিয়াম’ উপজেলার মহদীপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের কামরুল হাসান এবং সুফিয়া বেগম দম্পতির একমাত্র ছেলে। সে ওই একই শিক্ষা প্রতিষ্ঠান হতে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও তার পারিবারিক সূত্র জানায়, সিয়াম হাসান ২০২৫ সালের এসএসসি পরীায় পলাশবাড়ী পৌরশহরের গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে অংশগ্রহণ করে। মোট ১৩০০ নম্বরের মধ্যে সে সর্বোচ্চ ১২১৬ নম্বর পেয়ে উপজেলায় মোট ২৮৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সে। সিয়াম সৎ এবং আদর্শবান মানুষ হয়ে ভবিষ্যতে দেশের জন্য যেন বিশেষ অবদান রাখতে পারেন এজন্য সর্বস্তরের সকলের দো’আ কামনা করেছেন। সে গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের একজন নিয়মিত শিক্ষার্থী।
কামরুল হাসান দম্পতি সন্তানের ফলা- ফলের জন্য অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী ছাড়াও সংশ্লিষ্ট সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রামদেব চন্দ্র সরকার জানান, গ্রীন ফিল্ড ইন্টার- ন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় ৯৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে এ প্লাস পাওয়া ৮০ জনের মধ্যে একমাত্র সিয়াম হাসান ১৩০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১২১৬ নম্বর পেয়ে কৃতকার্য হওয়ায় আমরা গর্বিত। তিনি তার ভবিষ্যৎ জীবনের সাফল্য ও মঙ্গল কামনা করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকিবুল হাসান শিক্ষা অফিসের পক্ষ থেকে তাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। তার ভবিষ্যত জীবন যেন সর্বাঙ্গীণ সফলতায় ভরে উঠে।