মন্জুর কাদির মুকুলঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।কেন্দ্রীয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ১২ জুলাই শনিবার একইসাথে বিষয়টি নিশ্চিত করেছেন স্থগিতকৃত শাখাটির সদস্য সচিব বায়োজিদ বোস্তামি জিম।
এরআগে ১১ জুলাই শুক্রবার কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম যৌথ স্বারীত প্রদত্ত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গাইবান্ধা ছাড়াও দেশের অন্যান্য জেলা শাখার সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়।
জেলা গুলো হচ্ছে ; যশোর,ঝিনাইদহ,কুষ্টিয়া,চুয়াডাঙ্গা, জামালপুর জেলা এবং বরিশাল মহানগর শাখা।
প্রাথমিক ভাবে নির্ধারিত নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় আহ বায়ক কমিটিগুলোর সকল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়।
বায়োজিদ বোস্তামি জিম জানান, কেন্দ্রীয় কমিটির পরবর্তী নির্দেশে পূনরায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের কার্যক্রম শুরু করা হবে।