খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ ট্রাইব্রেকারে গাইবান্ধা পৌরসভা দলকে ৪-৩ গোলে হারিয়ে গোবিন্দগঞ্জ উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে জেলা স্টেডিয়ামে ভর্তি দর্শকের উপস্থিতিতে উত্তেজনাপূর্ণ এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
স্টেডিয়াম ভর্তি দর্শকের উপস্থিতিতে বিকেল সাড়ে ৪টার দিকে ম্যাচ শুরু হয়। গোটা ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়রা আক্রমন-পাল্টা আক্রমণের মাধ্যমে সমানে সমান লড়াই চালিয়ে যান। নির্ধারতি সময়ে ২-২ গোলে ড্র হওয়ায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। উত্তেজনাপূর্ণ ট্রাইব্রেকারে গাইবান্ধা পৌরসভা দলকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গোবিন্দগঞ্জ উপজেলা দল। খেলা শেষে ট্রফি ও পুরস্কার প্রদান করা হয়। টুর্ণামেন্টে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদ। এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক একেএম হেদায়তুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, ক্রীড়া সংগঠক শহীদুজ্জামান শহীদসহ অন্যান্যা উপস্থিত ছিলেন।
গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই টুর্নামেন্টে জেলার ৬টি উপজেলা ও একটি পৌরসভার দল অংশ নেয়।