খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ১৮০ পিস নেশা জাতীয় ট্যাবলেট ট্যাফেন্টাডলসহ বাহানুর সরকারকে (৪৮) আটক করা হয়েছে। এসময় তার নিকট থেকে ৬টি দেশীয় অস্ত্র, ২টি মোবাইল ফোন এবং একটি ৫শ’ টাকার জাল নোট জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটক বাহাদুর ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্থানীয় সূত্রে জানান।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, আটককৃত বাহাদুর সরকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।