1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন
৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা সারা দেশে ৫.৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্প অনুভূত গাইবান্ধায় নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে জেলা ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ সাদুল্লাপুরে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক কারবারী গ্রেফতার বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আয়োজনে গাইবান্ধায় মানব পাচার শীর্ষক আলোচনা সভা ত‌ারাগ‌ঞ্জের জয়বাংলা বাজারে গণশৌচাগারে তালা: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ পলাশবাড়ীতে খেলার জগৎ মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত বোদা উপজেলা সাংস্কৃতিক পরিষদ ক্ষুদে শিল্পীদের মননে সংস্কৃতির আলো ছড়িয়ে দিচ্ছে পলাশবাড়ী উয়ন্নন ফোরামের নবগঠিত ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ভবন সংকটে থমকে গেছে “দুবলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের” পাঠদান কার্যক্রম ।

পীরগঞ্জে পরিবেশের জন্য ক্ষতিকর প্রজাতির গাছ ধ্বংসের অভিযান

  • আপডেট হয়েছে : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে

সাকিব আহসান,পীরগঞ্জ, ঠাকুরগাঁওঃ

২০২৪-২৫ অর্থবছরের ‘কৃষি পুনর্বাসন কর্মসূচি’র আওতায় ক্ষতিকর প্রজাতির গাছ আকাশমনি ও ইউক্যালিপটাস ধ্বংসে অভিযান চালিয়েছে পীরগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বুধবার (৯ জুলাই) দুপুরে পীরগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২ নং কোষারাণীগঞ্জ ইউনিয়নের সেত্রাই গ্রামে ইফাত-সিফাত নার্সারি, ৩নং খনগাঁও ইউনিয়নের সবুজ নার্সারি, আষারু নার্সারী, রনজিৎ নার্সারি, একই ইউনিয়নের শ্যামপুর গ্রামের হরিমোহন নার্সারি, বলহরি নার্সারি, চাঁদপুর গ্রামের সবুজ নার্সারি, ১নং ভোমরাদহ ইউনিয়নের খামার সেনুয়া গ্রামের সবুজ নার্সারিসহ পৌরশহরের জগথা এলাকার রিফাত নার্সারি,৮ নং ইউনিয়নের জয়কুর গ্রামের আমিরুল নার্সারি,সাগুনী গ্রামের রোকন নার্সারি,১০ নং ইউনিয়নের দুলাল নার্সারি,সুজন নার্সারি,বলাইহাটের মান্নান নার্সারি,মল্লিকপুরের ফরজন নার্সারির ক্ষতিকর প্রজাতির আকাশমনি ও ইউক্যালিপটাসের চারা ধ্বংস করে।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান,উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রনজিৎ চন্দ্র,সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা খালেদ মোশারফ,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিব হোসেন,অতিরিক্ত কৃষি কর্মকর্তা নিহারঞ্জন রায়, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোশারফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য জহিরুল ইসলাম।
এই অভিযানের আওতায়
মোট ১৫টি নার্সারির ১১০৩০০ টি ইউক্যালিপটাস ও ৪২০০ টি আকাশমণির চারা( ১১৪৫০০) ধ্বংস করা হয়।

প্রতিটি চারার জন্য ক্ষতিপুরণ চার টাকা করে।
মোট ক্ষতি পুরণ ৪,৫৮,০০০/-

উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান জানান,” যেসব নার্সারিতে অভিযান পরিচালিত হয়েছে তাদেরকে সরকারি ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি পরবর্তীতে প্রণোদনার আওতায় আনা হবে।”
উল্লেখ্য, চলতি বছরে ১৫ মে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে সরকারি, বেসরকারি সংস্থা ও ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচীতে আগ্রাসী প্রজাতির ইউক্যালিপটাস এবং আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করা হলো। আগ্রাসী প্রজাতির গাছের চারা রোপণের পরিবর্তে দেশীয় প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে বনায়ন করতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft