
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে নির্বাচন কর্মকর্তাসহ মাঠ প্রশাসনের ব্যাপক পরিবর্তন বর্তমান সরকারের সুদূরপ্রসারী নীল নকশারই অংশ বলে অভিযোগ করেছে বিএনপি।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বরাত দিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আজকে একটি দৈনিক পত্রিকায় নির্বাচন কমিশনের (ইসি) নিয়োগ-পদোন্নতি কমিটির যিনি প্রধান তিনি গণবদলি ও পদোন্নতির বিষয়ে কিছুই জানেন না মর্মে খবর প্রকাশিত হয়েছে। বিএনপি ছাড়াও গোটা দেশবাসী মনে করে এ ঘটনায় কমিশনের শুধু ভাবমূর্তিই নষ্ট হয়নি বরং এতে নির্বাচন কমিশনের কর্মকাণ্ড বিশাল প্রশ্নের সম্মুখিন হয়েছে।’
বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কাযালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, তাই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ডিসেম্বর থেকে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রাক্কালে অশুভ উদ্দেশ্যে এই পরিকল্পিত গণবদলি ও পদোন্নতির ঘটনা ঘটানো হয়েছে কি না সেটি নিয়ে সকলের মনে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে।
রিজভী আরো বলেন, ‘সুন্দরবনের সুরক্ষাকে বিপন্ন করছে সরকারের একগুঁয়েমি নীতি। কয়লা পুড়িয়ে রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিরুদ্ধে জাগ্রত দেশবাসী প্রতিবাদমুখর। এই প্রকল্প বাস্তবায়িত হলে মানববসতি অনিবার্য ধ্বংসের মুখে পতিত হবে। প্রাকৃতিক জীববৈচিত্র্য নির্মূল হয়ে যাবে। রামপাল বিদ্যুৎ প্রকল্পের কারণে সুন্দরবনের বিশ্বঐতিহ্য চরম হুমকির মধ্যে পড়বে। কিন্তু সরকার নাছোড়বান্দার মতো দেশের পরিবেশ, জলবায়ু এবং মানুষকে ধ্বংসের মধ্যে ঠেলে দিতে উঠেপড়ে লেগেছে।’সূত্র- আরটিএনএন