খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে পরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলা দায়ের এবং হয়রানির প্রতিবাদে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) রাত সাড়ে ৮টায় স্থানীয় আল রোমান হোটেল-এর হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনের আয়োজন করেন দৈনিক আলোকিত নিউজ-এর গাইবান্ধা জেলা প্রতিনিধি মো. শামীম হাসান ও দৈনিক মানবাধিকার প্রতিদিন-এর ব্যুরো চীফ আহসান হাবীব হিন্দোল।
সম্মেলনে লিখিত বক্তব্যে সমস্বরে উল্লেখিত অভিযোগে পলাশবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পাপুল সরকার তাদের বিরুদ্ধে দুরভিসন্ধি এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা ও কাল্পনিক তথ্য সম্বলিত থানায় একটি মামলা (নং-১৫, তাং-৮/০৭/২০২৫) দায়ের করেছেন।
লিখিত বক্তব্যে এসময় শামীম হাসান জানান, প্রেস ক্লাবে নতুন সদস্য পদ দেয়ার প্রতিশ্রুতিতে নবীন সাংবাদিকদের নিকট পাপুল সরকার নগদ ১ লাখ টাকা আর্থিক সুবিধা নেন।
কিন্তু; প্রদত্ত প্রতিশ্রুত অনুযায়ী সদস্যপদ দিতে গড়ি মসিসহ টালবাহানা শুরু করেন। পরবর্তীতে বরং উল্টো আরো টাকার দাবী করেন। পাশাপাশি শাক দিয়ে মাছ ঢাকার ন্যায় নবীন সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করে পোস্ট দেন।
তিনি আরো বলেন, এ নিয়ে মতপার্থক্য এবং দ্বন্দ্ব সৃষ্টি হয়। পাপুল সরকার শুভঙ্করের ফাঁকির বশবর্তী আলোচনার নামে গত ৫ জুলাই প্রেস ক্লাবে ডেকে নিয়ে পূর্বপরিকল্পিত একটি সাজানো ফাঁদ তৈরি করেন। সেখানে গোপনে ভিডিও ধারণ করার মধ্যদিয়ে নাটক তৈরি করে আমাদের বিরুদ্ধে হয়রানিমূলক থানায় মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে শামীম হাসান যথাক্রমে পৃথক পাঁচটি দাবী উত্থাপন করেন। সেগুলো হলো দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার, পাপুল সরকারের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ, প্রেস ক্লাব থেকে চাঁদাবাজ ও স্বার্থন্বেষী ব্যক্তিদের দূরীকরণে প্রশাসনিক পদক্ষেপ, মতপ্রকাশ ও সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় প্রশাসনের কার্যকর নিরপেক্ষ ভূমিকা এবং প্রেস ক্লাবকে স্বচ্ছ-গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক পরিবেশের মধ্যদিয়ে পরিচালনার নিমিত্তে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা সকল গণমাধ্যমকর্মী ও বিবেকবান নাগরিকদের সংবাদপত্র এবং সাংবাদিকতার স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানান হয়।