খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার কুপতলা ইউনিয়নের ৭৫নং রেলগেট সংলগ্ন এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় রাজু মিয়া (২৫) নামে এক রিক্সা চালক নিহত হয়েছেন।
শনিবার (৫ জুলাই) দুপুলে সদর উপজেলার কুপতলা ইউনিয়নের ৭৫নং রেলগেট সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রাজু ওই ইউনিয়নের চাঁপাদহ পাঁচজুম্মা গ্রামের মফিজল হকের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে রাজু মিয়া গাইবান্ধা থেকে রিক্সা চালিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি ৭৫নং রেলগেট এলাকায় পৌঁছিলে রেলগেটের পাশে দোকান থেকে সিঙ্গারা কিনে রেললাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত: দোলনচাঁপা ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এসময় রাজু মাথায় প্রচন্ড আঘাত পেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যান।
Leave a Reply
You must be logged in to post a comment.