খবরবাড়ি ডেস্কঃ ‘নীতিবান শিশু, সুখী বাংলাদেশ; এ শ্লোগান নিয়ে গাইবান্ধায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের নৈতিকতা উন্নয়নের মাধ্যমে সু- নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পাইলট প্রকল্প-২০২৫ বাস্তবায়নে অংশীজনেরঅংশ গ্রহণে দু’দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১ জুলাই) সকালে জেলা ইনডোর স্টেডিয়াম হলরুমে দু’দিনব্যাপী ওয়ার্কশপের প্রথমদিন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক একেএম হেয়াদেয়র ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে অন্যান্যরা বক্তব্য রাখেন।