খবরবাড়ি ডেস্কঃ চব্বিশের জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থান থেকে গড়ে ওঠা ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি- বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবীতে জুলাইয়ের বার্তা নিয়ে জনতার দুয়ারে যাওয়ার কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে আগামীকাল ১ জুলাই মঙ্গলবার মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা নামে এই কর্মসূচি শুরু হবে। গাইবান্ধা জেলার মাধ্যমে জুলাই জাগরণের এই কর্মসূচির উদ্বোধন করবেন এনসিপি কেন্দ্রীয় কমিটির আহবায়ক নাহিদ ইসলাম।
সোমবার (৩০ জুন) রাত পৌনে নটায় গাইবান্ধা প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, এনসিপি উত্তরাঞ্চল সংগঠক ও গাইবান্ধা এনসিপির প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ ও কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস।
সংবাদ সম্মেলনে নাজমুল হাসান সোহাগ জানান, সকাল সাড়ে ৮টায় রংপুরের পীরগঞ্জে অভ্্ুযত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার পর তাদেরকে গাইবান্ধার প্রবেশদ্বারে স্বাগত জানানো হবে। এরপর মাদারগঞ্জ-সাদুল্যাপুর সড়ক ধরে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা সদরে এসে নেতৃবৃন্দ একটি পথসভায় অংশ নেবেন। পরে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরের মূল সমাবেশে সকাল ১১টায় এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ গ্রহণ করে বক্তব্য রাখবেন।
এসময় এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম ছাড়াও সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাইফুল্লাহ হায়দার, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) আসাদুলস্নাহ আল গালিব, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) আবু সাঈদ লিয়ন, সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল হাসান সোহাগ, মুখ্য সংগঠক (দড়্গণিাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, যুগ্ম মুখ্য সংগঠক (দণিাঞ্চল) ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম মুখ্য সংগঠক (দণিাঞ্চল) মোহাম্মদ আতাউল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য ফিহাদুর রহমান দিবস সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সমাবেশ শেষে তারা গাইবান্ধা শহর প্রদক্ষিণ করে গাইবান্ধা-পলাশবাড়ী সড়ক পথে রংপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সংবাদ সম্মেলনে এনসিপির অন্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রাশেদুল ইসলাম জুয়েল, মাহমুদুল হাসান সৌরভ, অ্যাড. জাকিউল ইসলাম সরকার স্বাধীন ও প্রকৌশলী রায়হান রাজু প্রমুখ।
Leave a Reply
You must be logged in to post a comment.