1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা জেলা স্টেডিয়াম মাঠ পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা সারা দেশে ৫.৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্প অনুভূত গাইবান্ধায় নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে জেলা ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ সাদুল্লাপুরে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক কারবারী গ্রেফতার বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আয়োজনে গাইবান্ধায় মানব পাচার শীর্ষক আলোচনা সভা ত‌ারাগ‌ঞ্জের জয়বাংলা বাজারে গণশৌচাগারে তালা: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ পলাশবাড়ীতে খেলার জগৎ মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত বোদা উপজেলা সাংস্কৃতিক পরিষদ ক্ষুদে শিল্পীদের মননে সংস্কৃতির আলো ছড়িয়ে দিচ্ছে পলাশবাড়ী উয়ন্নন ফোরামের নবগঠিত ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গাইবান্ধা পৌরসভার ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ১০৪ কোটি ৮২ লাখ ১৮ হাজার ১০৭ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সুপুরে পৌরসভার কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন গাইবান্ধা পৌরসভার প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম।

গাইবান্ধা পৌরসভা আয়োজিত শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা এবং উন্মুক্ত বাজেট আলোচনা শীর্ষক এ অনুষ্ঠানে সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন রাইজিং ফর রাইটস্ প্রকল্প।

অনুষ্ঠানে পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা বিপুল চন্দ্র সাহা ১০৪ কোটি ৮২ লাখ ৯৮ হাজার ১০৭ টাকার প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন। এতে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট আয় ধরা হয়েছে ১০৪ কোটি ৮২ লাখ ৯৮ হাজার ১০৭ টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ১০৪ কোটি ৭ লাখ ৮০ হাজার টাকা। ফলে বাজেটে ৭৫ লাখ ১৮ হাজার ১০৭ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও গাইবান্ধা পৌরসভার প্রশাসক একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল হানিফ সরদার ও জেলা বিএনপির সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে পৌরসভার অন্যান্য কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, নারী ফোরামের সদস্য, টিএলসিসি সদস্য, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।

মুক্ত আলোচনায় পৌরবাসীর পক্ষে জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনাকে শহরের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে তা দ্রুত সমাধানের দাবী তোলা হয়। একইসাথে শহর পরিচ্ছন্নতায় নিয়োজিত কর্মীদের জন্য স্বাস্থ্যসম্মত পায়খানা, বিশুদ্ধ পানি ও বাসস্থানের নিশ্চয়তার দাবী জানানো হয়।

অনুষ্ঠানে পৌর প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম বলেন, পৌরবাসীর জীবনমান উন্নয়নে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ও আবর্জনা ব্যবস্থাপনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। এছাড়া রাস্তাঘাট সংস্কার, সড়কবাতি ও নাগরিক সুবিধা বৃদ্ধির বিভিন্ন খাতে বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। পৌরবাসীর সার্বিক সহযোগিতায় প্রস্তাবিত বাজেটের অর্থ সঠিকভাবে ব্যয় করতে পারলেই পৌরবাসী ঘোষিত বাজেটের সুফল পাবে। পৌর প্রশাসক অরো বলেন, নাগরিক সচেতনতা ছাড়া পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত শহর গড়া সম্ভব নয়। বদঅভ্যাস ত্যাগ করে সকলকে নিজের ও শহরের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft