গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি রাখালবুরুজ ইউনিয়নের উদ্যোগে পুলিশি জনতা,জনতাই পুলিশ এই স্লোগান নিয়ে আজ বিকালে রাখালবুরুজ ইউনিয়ন পরিষদ ভবনে মাদক দ্রব্য,জঙ্গি,সন্ত্রাস,বাল্য বিবাহ রোধ ও আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি)মজিবুর রহমান পিপিএম, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডুর সভাপতিত্বে ও এস আই ফনির পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান সাহাদত হোসেন,সচিব তাহেরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক দেলয়ার হোসেন,ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক ইউপি সদস্য প্রনয় বিকাশ দেব নিতাই,প্যানেল চেয়ারম্যান এনামুক মোল্লা,কৃষকলীগের সভাপতি কাজী সাহারুল হুদা,কমিউনিটি পুলিশিং এর উপদেষ্টা কাজী দেলোয়ার,ইউপি সদস্য রেজাউল করিম,মহিলা ইউপি সদস্য উম্মে সুফিয়া নুরুন্নাহার,নারগিছ বেগম,জাহাঙ্গির আলম প্রধান,আব্দুল বারী সরকার, আব্দুর রশিদ ছোট,আনিছুল হক,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল সাত্তার আকন্দসহ ৯টি ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং এর সভাপতি,সাধারন সম্পাদক, ব্যবসায়ী, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।