খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় কবি সুফিয়া কামালের জন্ম বার্ষিকী পালিত গাইবান্ধায় কবি সুফিয়া কামালের ১১৪তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার (২০ জুন) বিকেল ৪টায় বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে জেলা কার্যালয়ে জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতা, জেলা শাখার সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, জেলা শাখার সহ-সভাপতি কাকলী সাহা, মায়া রানী পোদ্দার ও অর্থ সম্পাদক কানিজ ফাতেমাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, কবি সুফিয়া কামাল কোন অশুভ বাধাই মানেননি, কায়েমী স্বার্থের পিছুটানকেও স্বীকার করেননি, সব প্রতিকূলতা উপেক্ষা করে জীবনের ইতিবাচক পরিবর্তনের প্রক্রিয়ায় নারী-পুরুষ সবাইকে নিয়ে সকল অন্যায়ের প্রতিবাদ করেছেন। একদিকে সাহিত্য সংস্কৃতির চর্চা অন্যদিকে নারী অধিকার, নারী আন্দোলন, সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন। স্বাধীনতা পূর্ব এবং স্বাধীনতাত্তোর সময়ে সকল গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, সামাজিক, সাংস্কৃতিক আন্দোলনে তার সরব উপস্থিতি আজও নারী সমাজকে অনুপ্রেরণা জোগায়। তার এই প্রেরনাই নারীকে সকল বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার সাহস সঞ্চার করবে।