গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের অন্যতম প্রধান সাংস্কৃতিক সংগঠন চিন্তক থিয়েটারের পরিবেশনায় মুগ্ধ ভারতের আসাম বাসী। ২ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত চিন্তক থিয়েটার ভারতের আসামের চারটি জেলায় বিভিন্ন সম্মিলনীতে অংশগ্রহন করে। ২ জুলাই ভারতের আসামের গোহাটির ব্যতিক্রম গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত ভারত বাংলাদেশ ফেন্ডশিপ ডাইলোগ এ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে গোবিন্দগঞ্জের আর্ন্তজাতিক পরিচয় পাওয়া অন্যতম প্রধান সংগঠন চিন্তক থিয়েটার। সাংস্কৃতিক সম্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী শ্রী সর্বানন্দ সোনওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এইচ ই শাহরিয়ার আলম। উদ্বোধনী দিনে চিন্তক থিয়েটার পরিবেশন করে তাদের অন্যতম প্রয়োজনা “গর্ব আমার” ও “স্বদেশ মুজিব”।
সংস্কৃতি মন্ত্রণালয় ও সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সহযোগিতায় গোবিন্দগঞ্জের চিন্তক থিয়েটার বাংলাদেশের প্রতিনিধি হয়ে অংশগ্রহন করে ৩য় ইন্দো বাংলা কালচার মিট ২০১৭ তে। গোহাটির ব্যতিক্রম গ্রুপের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিসি চিফ হাগরামা মহিলারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনীর এমএলএ কামাল সিং নারজারী। চিন্তক কালচার মিটে পরিবেশন করে তাদের বহুল আলোচিত নৃত্যনাট্য “শ্বাশত বাংলা”। কোকরাঝাড়ের বিজনীর কলেজের বিশেষ আমন্ত্রনে চিন্তক কলেজ অডিটরিয়োমে লোকজ নৃত্য পরিবেশন করে। ৫ জুলাই নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে বাংলাদেশের চিন্তক থিয়েটারকে সংবর্ধনা প্রদান করা হয়। চিন্তক থিয়েটারের চেয়ারম্যান বাবুলাল চৌধুরী জানান, বাংলাদেশের প্রথম কোন সংগঠন হিসেবে চিন্তক থিয়েটার ভারতের আসামে নৃত্যনাট্য পরিবেশন করলো। আসামের মানুষের ভালোবাসায় মুগ্ধ চিন্তক। তিনি আরো কৃতজ্ঞতা জানান সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রিয় নেতৃবৃন্দের কাছে চিন্তককে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ভারতের আসামে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহনের সুযোগ দেয়ার জন্য।