এম.এ.শাহীনঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল
এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, সত্য ও ন্যায়ের পথে চলার কারণে বারবার আমাদের ওপর জুলুম-নির্যাতন নেমে এসেছে। কিন্তু আল্লাহর সহায়তা, জনগণের ভালোবাসা ও দোয়া আমাদের দৃঢ় রেখেছে।
তিনি আজ বৃহস্পতিবার (১২জুন) সকাল সাড়ে ১০টায় রংপুরের তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কারামুক্তি উপলক্ষে অনুষ্ঠিত শুকরানা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্থানীয় তারাগঞ্জ মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মঞ্চে উঠার পর পরই বিভিন্ন স্তরের নেতা কর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সমাবেশে তিনি মহান আল্লাহপাকের দরবারে হাজার শুকরিয়া জানিয়ে বলেন, স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার অবৈধ ট্রাইব্যুনাল বানিয়ে আমাকে বিনাদোষে ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করার চেষ্টা করেছিল। কিন্তু মহান আল্লাহর অশেষ রহমতে জুলাই এ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সকলের ভালোবাসায় মুক্তি পেয়েছি। মিথ্যা প্রমাণিত হয়েছে আমার বিরুদ্ধে আনিত সব অভিযোগ।
আমি কখনই মৃত্যুতে ভয় পাইনি।
বক্তব্যে তিনি বলেন, দেশে এখনো ইসলামী মূল্যবোধ ও ন্যায়বিচারের জন্য সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে। জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সব সময় শান্তিপূর্ণ উপায়ে তা করে আসছে।
তিনি আরও বলেন, ফ্যসিস আওয়ামী সরকার এতদিন জনগণের সাংবিধানিক অধিকার হতে তাদের বঞ্চিত করে রেখেছিলো। দ্রুত সে অধিকার ফিরিয়ে দিতে হবে। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সবাইকে শিষ্টাচার বজায় রাখা ও গঠনমূলক সমালোচনার রাজনীতি করতে হবে।
তারাগঞ্জ উপজেলা জামায়াতের আমীর এস. এম.আলমগীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন রংপুর জেলা জামায়াতে আমীর অধ্যাপক গেলোম রব্বানী, সেক্রেটারী মাওলানা এনামুল হক, এ টি এম আযম খান, আমীর রংপুর মহানগরী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, নীলফামারী জেলা জামায়াত আমীর মাওলানা আব্দুর সাত্তার, অধ্যাপক মাহবুবর রহমান বেলাল কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও অঞ্চল টিম সদস্য রংপুর দিনাজপুর অঞ্চল, মাওলানা মমতাজ উদ্দিন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সহকারী অঞ্চল পরিচালক, রংপুর ও দিনাজপুর অঞ্চল, মাওলানা আব্দুল হালিম সহকারী সেক্রেটারী জেনারেল ও পরিচালক রংপুর দিনাজপুর অঞ্চল ও তারাগঞ্জ উপজেলা জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দসহ যুব বিভাগ, ছাত্র শিবির ও শ্রমিক কল্যান ফেডারেশনরে নেতৃবৃন্দ।
সমাবেশে আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে রংপুর-২ (তারাগঞ্জ, বদরগঞ্জ) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে এ টি এম আজহারুলের নাম ঘোষনা করা হয়।