খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা জেলার এসএসসি ১৯৯৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ঈদ পরবর্তীকালে এক আনন্দঘন পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ জুন) দুপুরে গাইবান্ধা শহরের গানার্স মার্কেটের সামনে থেকে শুরু হয় প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা। সেখান থেকে তারা একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি শেষে শহরের কেন্দ্রস্থলে এসে মিলিত হয় সবাই।
এরআগে সকালে ঈদের ছুটির শেষে এক উৎসবমুখর পরিবেশে প্রাক্তন সহপাঠীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনে ছিল স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময়, আলাপচারিতা এবং নানা সাংস্কৃতিক পরিবেশনা।
সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত, আবৃত্তি, নৃত্য ও হাস্যরসাত্মক পর্বে অংশ নেয় ব্যাচের অনেকেই। দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের একত্রিত হতে দেখে উপস্থিত সকলের মাঝে ছিল আবেগঘন ও আনন্দমুখর পরিবেশ।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে এবং আরো বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।