প্রতিবেদক,মোঃ ফেরদাউছ মিয়া ,পলাশবাড়ীঃ
আগামী ১১ জুন ২০২৫ বানিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের পলাশবাড়ী সফরকে কেন্দ্র করে প্রস্তুতি পরিদর্শনে আজ বৃহস্পতিবার, (৫ জুন ২০২৫)
পলাশবাড়ী উপজেলা পরিদর্শন করেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহম্মেদ।
এ সময় তার সঙ্গে ছিলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম, সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার,থানা অফিসার ইনচার্জ মোঃ জুলফিকার আলি ভুট্টাে, উপজেলা পরিষদের সিএ খোকন প্রধানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
জেলা প্রশাসক হেলিকপ্টার অবতরণের জন্য নির্ধারিত সরকারি কলেজ মাঠের হেলিপ্যাড, পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের হিজলগাড়ী পান হাটির পাশে এবং কালীবাড়ি বাজারে স্থাপিত অস্থায়ী চামড়া সংরক্ষণাগার পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি চামড়া সংরক্ষণ, পরিবহন ও বিপণনের সার্বিক অবস্থা পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়াও চামড়া ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে তিনি সরকারি নির্দেশনা অনুযায়ী চামড়ার দাম নির্ধারণ, যথাযথ সংরক্ষণ ও ক্রয়-বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় চামড়া ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।