খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন ১১ জন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার, ক্র্যাচ ও শ্রবণ যন্ত্র বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে বুধবার (৪ জুন) সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ও এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুর।
এসময় সহকারি নির্বাচন মো. হাবিবুর রহমান, অফিসার উপজেলা সহকারি শিক্ষা অফিসার আব্দুল হাই মন্ডল, আসাদুজ্জামান দোলন, আব্দুল হান্নান মন্ডল, প্রধান শিক্ষক সৈয়দ শরিফুল ইসলাম সবুজ ছাড়াও উপজেলা শিক্ষা অফিসের অন্যান্য সহকারি শিক্ষা অফিসার, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।