খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় ফ্রিল্যান্সিং ফর ফিউচার (৩এফ) বেকারদের মানব সম্পদের রূপান্তরের নিমিত্তে ৩২জন ট্রেইনার এবং একজন মাস্টার ট্রেইনার জেলা প্রশাসকের পক্ষে ৭ উপজেলার ৮টি পয়েন্টে প্রথম ৮শ’ জনকে স্বাবলম্বী করার লক্ষ্যে ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদান করবে।
মূল লক্ষ্য দেশের বেকারত্ব সংখ্যা কমানো এবং বেকার ছেলে মেয়েদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা। এই লক্ষ্যে এই বিশাল দাইত্ব দিয়ে ৩২জন সফল ফ্রিল্যান্সারকে “ট্রেইন দ্য ট্রেইনার (৩এফ) ২০২৫ প্রশিক্ষণপ্রদান করা হয়েছে। ‘প্রশিক্ষণ থেকেই পরিবর্তনের শুরু’ প্রতিপাদ্য বিষয় নিয়ে সমাপনী অনুষ্ঠান। মঙ্গলবার (৩ জুন) গাইবান্ধা সার্কিট হাউসে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩২জন ট্রেইনারকে সার্টিফিকেট প্রদানসহ জেলা প্রশাসকের নিজস্ব প্রশিক্ষক আইডি কার্ড প্রদান করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) একেএম হেদায়েতুল ইসলাম। অনুষ্ঠানের সভপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) আল মামুন।
আগামী ১ জুলাই ২৫ থেকে এ কার্যক্রমের শুভ সূচনা হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে প্রশিক্ষণ গ্রহণের জন্য ফরম পূরণ করতে হবে যা ৭ উপজেলা এবং একটি পৌরসভাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ফরম সংগ্রহ পূর্বক পূরণ করে জমা প্রদান করবে। সকল ফরম গ্রহণকারীদের লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে যাচাই-বাছাই করে যোগ্যতার ভিত্তিতে প্রশিক্ষণ প্রদান করা হবে। সেইসাথে প্রাথমিকভাবে স্মার্ট মোবাইল ফোন ব্যবহারকারীদেরকে সাবলম্বী করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে ওয়েব ডিজাইন, এসইও, গ্রাফিকসহ বিভিন্ন ডিজিটাল মার্কেটিং করার নিমিত্তে ডেক্সটপ ল্যাপটপ ব্যবহারকারীদেরকে এ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের আওতায় আনা হবে।