খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা জেলা বাস- মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি: নং- রাজ:৪৯৪)-এর পক্ষ থেকে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ জুন ২০২৫) রাত সাড়ে ৯টায় পলাশবাড়ী পৌরশহরের তিনমাথা মোড়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোশফেকুর রহমান রিপন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী শ্রমিক সংগঠনটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে কুক্ষিগত করে রেখেছিলেন সাবেক বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।
বিগত ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর সংগঠনের বিশেষ সাধারণ সভায় শ্রমিকদের কণ্ঠভোটে আব্দুল মোত্তালেব সরকার বকুলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়। একই সভায় সভাপতির পদত্যাগের পর চারবারের নির্বাচিত সভাপতি মরহুম আলিকুজ্জামান ফুল মিয়ার সন্তান শ্রমিক নেতা মোশফেকুর রহমান রিপনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
বিশেষ সাধারণ সভায় শ্রমিক ফেডারেশনের উত্তরবঙ্গের আহ্বায়ক আব্দুল হামিদ মিঠুল, রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নের প্রতিনিধি, স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন। সংগঠনের সদস্যরা সভার সিদ্ধান্তকে সমর্থন জানান।
মোশফেকুর রহমান রিপন তার বক্তব্যে উল্লেখ করেন, রোববার (১ জুন, ২০২৫) স্থানীয় জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠনগুলোর প্রত্যক্ষ-পরোক্ষ মদদে রাজনৈতিক পেশীশক্তির আশ্রয়ে কিছু বিপথগামী শ্রমিক, সাবেক সভাপতি আবু তাহের ও বহিষ্কৃত সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার প্রধান বিপ্লবের উস্কানিতে এক অবৈধ তলবি সভা আহ্বান করে। সেখানে গাইবান্ধা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নামে একটি অবৈধ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর এক ঘণ্টা পরেই তারা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে। যা স্থানীয় রাজনীতি ও সামাজিক পরিবেশকে অস্থিতিশীল করার এক চক্রান্ত।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, এ সকল ষড়যন্ত্র শ্রমিক সমাজের ঐক্য ও সংহতিকে ধ্বংস করার অপচেষ্টা। তিনি এই অবৈধ কমিটি গঠনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংগঠনের পক্ষ থেকে রাজশাহী শ্রম অধিদপ্তরের পরিপত্র অনুযায়ী বৈধ পরিচালনা পরিষদের কার্যক্রমকে সহযোগিতা করতে বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন, পলাশবাড়ী উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অত্র সংগঠনের সহ-সভাপতি আজাহার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাজু মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহ জালাল, সড়ক সম্পাদক-২ সাদেকুজ্জামান মিন্টু, ক্রীড়া সম্পাদক জাকারিয়া মাসুদ জলিল, দপ্তর সম্পাদক আরিফুর রহমান, প্রচার সম্পাদক রাজা মিয়া ও কার্যকরী সদস্য-১ লুৎফর রহমানসহ অন্যান্য শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।