খবরবাড়ি ডেস্কঃ “সোনালী আঁশের সোনার দেশ-পাট পণ্যের বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে পাট চাষীদের অংশগ্রহণে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে রোববার (১ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণ উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম। উন্নত প্রযুক্তি নির্ভরশীল পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের অধীনে উপজেলার ৭৫ জন পাট চাষী এ প্রশিক্ষণে নেয়।
ঢাকা পাট অধিদপ্তরের প্রশাসননিক কর্মকর্তা মোকছেদুর রহমান, গাইবান্ধা পাট উন্নয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাউসার মিশু, কৃষি সম্প্রসারণ অফিসার স্বর্ণা সাহা টুসি, উপজেলা পাট অধিদপ্তরের উপসহকারি পাট উন্নয়ন কর্মকর্তা খোকন সরেন প্রমুখ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।