খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীর ঐতিহ্যবাহী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের (অব.) ইসলাম ধর্মীয় শিক্ষক মৌলভী আব্দুল হামিদ (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বার্ধক্যজনিত কারণে রোববার (১ জুন) সকাল সাড়ে ৭টায় সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের ধারাই চন্ডিপুর গ্রামের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আব্দুল হামিদ স্যার জীবদ্দশায় কর্মজীবনে নিষ্ঠা- সততা, নৈতিকতা ছাড়াও সার্বিক শিক্ষার প্রতি গুরুত্বারোপসহ স্নেহভাজন শিক্ষার্থীদের প্রতি গভীর ভালোবাসায় ছিলেন পরিপূর্ণ। বিদ্যালয়ের একজন ধর্মীয় শিক্ষক হিসেবে দীর্ঘবছরের দায়িত্ব পালনকালে তিনি অগণিত শিক্ষার্থীর প্রতি স্নেহ-ভালোবাসা ছাড়াও ভবিষ্যত জীবনের আলোর প্রদীপ জ্বালিয়েছেন। তাঁর মৃত্যুতে পলাশবাড়ীর শিক্ষাঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। শ্রদ্ধাভাজন মরহুমের শিক্ষাগুরুর নামাজে জানাজা এদিন রোববার বাদ যোহর তাঁর প্রিয় কর্মস্থল পলাশবাড়ী এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিপুল সংখ্যক মুসুল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। পরে গ্রামের বাড়ির পারিবারিক কবর স্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তান, পুত্রবধূ-জামাতা, নাতি-নাতনী, সহকর্মী শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী-অভিভাবক, পরিবারের সদস্যবর্গ, পাড়া-প্রতিবেশি, আত্মীয়-স্বজন, পরিচিতজন ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবি বিভিন্ন সংগঠন পৃথক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।