খবরবাড়ি ডেস্কঃ
কৃষি, কৃষক ও ক্ষেতমজুরদের বাঁচার দাবিতে ঐক্যবদ্ধ হউন
এই প্রতিপাদ্যকে সামনে রেখে
গাইবান্ধার পলাশবাড়ীতে ২৮ মে বুধবার বিকেলে উপজেলা গেট সংলগ্ন কৃষক – ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ, গাইবান্ধার ব্যানারে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম কমিটির গাইবান্ধা জেলা সমন্বয়ক রেবতী বর্মন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি গোলাম রব্বানী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সদস্য
মোঃ এমদাদুল, এছাড়া আরও উপস্থিত ছিলেন ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট নেতা মোঃ মাবুদ মিয়া,ক্ষেতমজুর ও কৃষক সংগঠন নেতা কাজী আবু রায়হান, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট নেতা গোলাম রব্বানী ও বামপন্থী ছাত্র নেতা কামরুল হাসান প্রমুখ। এসময় বক্তারা বলেন সরকার কর্তৃক ৫০ লক্ষ মেট্রিকটন ধান সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয়,প্রতিটি ইউনিয়নে ধান ক্রয় কেন্দ্র চালু, ক্রয়কৃত ধান চাতাল মালিকদের গুদামে সংরক্ষণ ও চাল করে গরিবদের নিকট বিক্রয়,পল্লী রেশনিং চালু,ভূমিহীন কৃষক সহ কৃষকদের কৃষি কার্ড প্রদান,ধান ক্রয় ব্যবস্থা সহজ করা,সার,বীজ,কীটনাশক সেচ ব্যয় কমানো, কৃষি ভর্তুকি সরাসরি কৃষক কে প্রদান,বিএডিসি কে সক্রিয় করা, খাদ্য সংরক্ষণ ব্যবস্থা দ্রুত বৃদ্ধি করা,স্বল্প সুদ ও সহজ শর্তে কৃষি ঋণ প্রদান,চালকল মালিক ও চাল ব্যবসায়ি সিন্ডিকেট ভাঙ্গার দাবি জানান বক্তারা।