স্টাফ রিপোর্টার:
রংপুরের গংগাচড়া উপজেলায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় গুরুতর আহত এক মানসিক ভারসাম্যহীন নারী ১৮ দিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেছেন। নিহত নারীর পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ মে রাত আনুমানিক ৩টা ৩৫ মিনিটে রংপুরের পাগলাপীর থেকে জলঢাকা অভিমুখে যাওয়া আঞ্চলিক সড়কের গুঞ্জিপুর এলাকায় অজ্ঞাত গাড়ি ৭০ বছর বয়সী এক নারীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আহত নারীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার পর থেকে তিনি কথা বলতে পারছিলেন না। ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং সড়কে ঘোরাফেরা করছিলেন। দীর্ঘ ১৮ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৩ মে সকাল ৭টা ৫০ মিনিটে তিনি হাসপাতালে মারা যান। এ ঘটনায় গংগাচড়া থানায় সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৯৮/১০৫ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নম্বর: ২৫, তারিখ: ২৩-৫-২০২৫)। তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ নিহত নারীর পরিচয় শনাক্তে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে।
কেউ যদি তার পরিচয় সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন তাহলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে তারাগঞ্জ হাইওয়ে থানা, রংপুর। মোবাইল নাম্বার অফিসার ইনচার্জ ০১ ৩২০ ১৮ ৩৬ ৭৮, ০১৭১০ ৬০৪৮ ৯৩।