খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা পৌরসভার দু’বারের নির্বাচিত কাউন্সিলর অকুতোভয় ছাত্রনেতা জিএম চৌধুরী মিঠু। বন্ধু-স্বজন- শুভাকাঙ্খীসহ সর্বস্তরের মানুষের চোখের জলে চিরবিদায় নিলেন তিনি। এছাড়াও তিনি গাইবান্ধা বধ্যভূমি সংরক্ষণ কমিটির আহ্বায়ক ছিলেন। ছাত্রজীবন থেকে তিনি প্রগতিশীল ছাত্র সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
গাইবান্ধা পৌর গোরস্থান জামে মসজিদে শনিবার (২৪ মে) জোহরের নামাজের পর জানাজা শেষে দাফন করা হয়। এতে শহরের বিভিন্নস্তরের মানুষ অংশ নেয়।
এরআগে শুক্রবার (২৩ মে) সন্ধ্যা সাতটার দিকে বগুড়া থেকে ঢাকায় যাওয়ার পথে শেরপুরে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি দুই সন্তানের জনক। অল্প কয়েকদিন আগে তাঁর ক্যান্সার ধরা পড়ে। জিএম চৌধুরী মিঠু গাইবান্ধা শহরের ভিএইড রোডের আব্দুল মজিদ চৌধুরী (যোশেপ চৌধুরীর) দ্বিতীয় ছেলে।