খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার নাজমু আলম (পিএএ)কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোট।
বৃহস্পতিবার (২২ মে) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নবাগত ইউএনও’র সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি পবনাপুর মহিলা কলেজের অধ্যক্ষ এসএম জহুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মেরীরহাট মডেল কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসারের দক্ষতা ও নিষ্ঠায় কর্মদক্ষতায় নতুন মাত্রা যোগ করার পাশাপাশি সঠিক দিক-নির্দেশনা, সৃজনশীলতা, পেশাদারিত্বের মাধ্যমে এগিয়ে যাবে পলাশবাড়ী উপজেলা এমনই আশাবাদী উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোট।