প্রতিবেদক, মোঃ ফেরদাউছ মিয়া, পলাশবাড়ীঃ
পলাশবাড়ী উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নাজমুল আলম (পিএএ)।
রোববার, ১৯ মে ২০২৫ তারিখে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এদিন উপজেলার গণ্যমান্য ব্যক্তি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ও কুশল বিনিময় করেন।
উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনগণ আশা করছেন, নবনিযুক্ত ইউএনও নাজমুল আলমের দক্ষতা, সৃজনশীলতা ও পেশাদারিত্বের মাধ্যমে পলাশবাড়ী উপজেলা প্রশাসনের কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হবে এবং উন্নয়নের গতি আরও বেগবান হবে।
এর আগে, ১৫ এপ্রিল ২০২৫ তারিখে রংপুর বিভাগের সহকারী কমিশনার আজিজ সারতাজ যায়েদ স্বাক্ষরিত এক আদেশে তাকে পলাশবাড়ী উপজেলার ইউএনও হিসেবে বদলি ও যোগদানের নির্দেশ প্রদান করা হয়।
সংক্ষিপ্ত পরিচয়:
নাজমুল আলম (পিএএ) ৩৫তম বিসিএস-এর মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগ দেন। ২০১৭ সালের ২ মে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে তার চাকরি জীবনের শুরু।
পরবর্তীতে, ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত পাঁচ মাস তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি এসডিজি বাস্তবায়নে স্থানীয় কর্মপরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে অবদানের জন্য রাষ্ট্রপতির কাছ থেকে জাতীয় পর্যায়ের ‘জনপ্রশাসন পদক-২০১৯’ লাভ করেন।
এরপর ২০২০ সালের ৩ আগস্ট মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালের অক্টোবরে ভূমি মন্ত্রণালয়ের আইসিটি শাখায় সংযুক্ত হয়ে ডিজিটালাইজেশন কার্যক্রমে কাজ করেন। পরে রাজশাহী বিভাগীয় কমিশনারের দপ্তরেও দায়িত্ব পালন করেন।
সর্বশেষ, ২০২৩ সালের ১৬ জুলাই নীলফামারী জেলার ডোমার উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন শেষে সফলভাবে কাজ সম্পন্ন করে বর্তমানে পলাশবাড়ীতে যোগদান করেন।
শিক্ষাগত ও পারিবারিক পটভূমি:
নাজমুল আলম চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার গুলশান পাড়ার বাসিন্দা মোঃ সিরাজুল আলমের একমাত্র ছেলে। দুই ভাই-বোনের মধ্যে তিনি ছোট।
তিনি ২০০৭ সালে দর্শনার কেরু উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ২০০৯ সালে দামুড়হুদার আব্দুল ওয়াদুদ শাহ কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন করেন। পরে তিনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন।
অতীত প্রেক্ষাপট:
উল্লেখ্য, পলাশবাড়ীর সদ্য বিদায়ী ইউএনও কামরুল হাসানের বিরুদ্ধে গণমাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রকাশের পর ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখে তাকে চট্টগ্রাম বিভাগে বদলি করা হয়। ১৫ জানুয়ারি ২০২৫ তারিখে তিনি স্টেশন ত্যাগ করলে পদটি শূন্য হয়ে পড়ে। দীর্ঘ ৪ মাস ২ দিন পর নাজমুল আলম (পিএএ) যোগদানের মাধ্যমে পদটি পূর্ণ হলো।