খবরবাড়ি ডেস্কঃ শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী, স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য এবং প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে সমাবেশ করেছে গাইবান্ধার পলাশবাড়ীর সরকারী কলেজ ছাত্রদল শাখা।
রোববার (১৮ মে) পলাশবাড়ী সরকারী কলেজে ক্যাম্পাসে সাম্য হত্যার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়। পলাশবাড়ী সরকারী কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক শাহাজান সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব মাজেদুর রহমান মাজেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার আরিফ, সদস্য সচিব সোহেল, যুগ্ম আহবায়ক মোতাল্লিব সরকার সুহাদ, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক শাওন সরকার, সদস্য সচিব আকাশ কবির, পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রনেতা, রায়হান মারুফ প্রান্ত রাহেন জাহিদ মোবাসির, রিফাত, পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের সভাপতি আশা মনি সিনিয়র সভাপতি রুহানি, মিম আক্তার, বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজ সভাপতি মো. আরাফাত বাদল, সিনিয়র সভাপতি মোছা. তানিয়া আক্তার ওসাধারণ সম্পাদক মোছা. নাদিয়া সুলতানাসহ আরো অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী, স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য এবং প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফলতির প্রতিবাদে এবং হত্যাকান্ডে জড়িত মূল ঘাতকসহ আসামীকে অবিলম্বে গ্রেফতার সুষ্ট বিচার এবং নিরাপদ ক্যাম্পাস ও আসামীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও বিচারের দাবী জানান।