খবরবাড়ি ডেস্কঃ আগামী ২৪ মে, ২০২৫ তারিখে বগুড়ায় অনুষ্ঠিত হতে যাওয়া তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ এ লক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৬ মে) সন্ধ্যায় পৌরশহরের পলাশবাড়ী সিনিয়র মহিলা ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোমিনুল ইসলাম মমিন মন্ডলের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোয়েব হক্কানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবুল আলা মওদুদ, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন ও সাংগঠনিক সম্পাদক মোতালেব সরকার বকুল প্রমুখ।
সভায় অন্যান্যদের মধ্যে গাইবান্ধা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিল্লাত সরকার মিলন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসান মোহাম্মাদ ইমরান, সিনিয়র যগ্ম আহ্বায়ক হযরত আলী স্বপন, যুগ্ম আহ্বায়ক হায়দার আলী ও আনোয়ার হোসেন ছাড়াও উপজেলা ও জেলা বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ সমাবেশটি সফল করার জন্য দলীয় সকলস্তরের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। সভারিট সঞ্চালনায় ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম রেজা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘তারেক সাহেব যেটা বলেন সেটা হলো বাণী। তিনি আরো বলেন অন্য দল করে এরকম কাউকে দলে ঢুকতে দেয়া হবে না। অনুপ্রবেশকারীদের কঠোর ভাবে প্রতিহত করতে হব। সুবিধাবাদীদের কোনো প্রকার আশ্রয়-প্রশ্রয় দেয়া যাবে না।’