খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে সাবু মিয়া (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ মে) সকাল ১১টার দিকে উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্বফরিদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাবু মিয়া পূর্বফরিদপুর গ্রামে মৃত কাদের গাছুর ছেলে ও ইউপির সাবেক নারী সদস্যা আলেয়া বেগমের স্বামী।
স্থানীয়রা জানায়, ওইসময় সাবু মিয়া প্রতিবেশীর একটি গাছে নারিকেল ছিঁড়তে ওঠেন। এসময় হঠাৎ পড়ে গিয়ে নাক-কান দিয়ে রক্তক্ষরণ হতে থাকে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সাবুর মৃত্যু হয়।
পবনাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য খাইরুল আলম এ বিষয়ে বলেন, গাছ থেকে পড়ে গিয়ে সাবু মিয়া নামের এক ব্যক্তির মৃত্যুর খবর লোকমুখে শুনেছি। এমন ঘটনা খুবই হৃদয়বিদারক।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জুলফিকার আলী ভুট্টো নারিকেল গাছ থেকে পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।