খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের আয়োজনে দিনব্যাপী রিসোর্স মবিলাইজেশান কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ মে) সকালে সংগঠনের জাতীয় সদর দফতরের তহবিল সংগ্রহ বিভাগের সহযোগিতায় গাইবান্ধার এসকেএস ইন মিলনায়তনে এই কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিটের সেক্রেটারী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। ইউনিট লেভেল রিসোর্স মবিলাইজেশান স্ট্যাটেজি বিষয়ে কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ছিলেন জাতীয় সদর দপ্তরের তহবিল সংগ্রহ বিভাগের পরিচালক ড. শাহানা জাফর। কর্মশালায় রেডক্রিসেন্ট জেলা কমিটির সদস্যরা ছাড়াও ব্যবসায়ী, রাজনীতিক, চিকিৎসক, সাংবাদিক, শিক্ষার্থী স্বেচ্ছাসেবীরা অংশ নেয়। সংগঠনের জেলা সভাপতি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, সহ-সভাপতি ডা. ফেরদৌস হোসেন মনজু, মাহামুদুন্নবী টিটুল, শহিদুজ্জামান শহীদ, গাইবান্ধা প্রেস কাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, রেড ক্রিসেন্ট সদস্য মো. শাহেদ হোসেন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি মাকসুদার রহমান শাহান ও পরিচালক মো. সামিউল হুদা সুমে সহ অন্যরা।
কর্মশালায় বক্তারা গাইবান্ধায় রেড ক্রিসেন্ট সোসাইটিকে জনকল্যাণে দীর্ঘমেয়াদে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যে বিভিন্ন কর্ম প্রয়াস স¤পর্কে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এজন্য স্বচ্ছতা, জবাবদিহিতার মাধ্যমে কাজ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়। প্রতিষ্ঠানের ভবন উন্নয়নে জেলা প্রশাসক, ব্যবসায়ী প্রতিনিধিরা প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পরে তরুণ স্বেচ্ছাসেবীদের রেড ক্রিসেন্টের আদর্শিক নানা দিক, দুর্যোগ ব্যবস্থাপনা ও সার্বিক বিষয়ে প্রশিক্ষণ দেন ঢাকা থেকে আসা কর্মকর্তারা।