মোঃ ফেরদাউস মিয়া, পলাশবাড়ীঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে সাম্প্রতিক সময়ে ক্লিনিক পরিচালনা ও চিকিৎসাসেবা সংক্রান্ত কিছু অভিযোগ ও আলোচনার প্রেক্ষিতে উপজেলার ঘোড়াঘাট রোডস্থ ‘মা (ফাতেমা) ক্লিনিক’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জানা গেছে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ক্লিনিকটির সেবার মান নিয়ে কিছু সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে ক্লিনিকটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
স্থানীয় স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা জানান, “সেবার মান নিশ্চিত করতে নিয়মিত তদারকির অংশ হিসেবে ক্লিনিকটির কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও নির্দেশনার আলোকে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”
এদিকে, স্থানীয় অনেকেই আশা প্রকাশ করেছেন—সঠিক তদারকি ও মানোন্নয়নের মাধ্যমে ভবিষ্যতে যেন ক্লিনিকটি আবারও কার্যক্রম শুরু করতে পারে, এবং জনগণের আস্থার জায়গায় পরিণত হয়।