এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সাথে ভিডিও কনফারেন্সির মাধ্যমে সুন্দরগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা সম্মেলন কক্ষে ইউএনও এস.এম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মাজেদুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সরকার সাজা, নারি ভাইস চেয়ারম্যান- রেজিয়া বেগম, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক, উপজেলা আ’লীগ সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মঞ্জু, ইউপি চেয়ারম্যান-গোলাম করিব মুকুল, ইব্রাহিম খলিলুল্ল্যাহ, মোখলেছুর রহমান রাজু, সুন্দরগঞ্জ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক- এ মান্নান আকন্দ, নিকাহ্ রেজিষ্ট্রার সাখাওয়াত হোসেন, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি-নিমাই ভট্টাচায্য প্রমূখ। সভায় বাল্য বিয়ে, জুয়া, মাদক প্রতিরোধে বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।