গাইবান্ধা প্রতিনিনিঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ১৯টি ফলদ বাগান প্রদর্শনীর জন্য গাছের চারা, সার ও সাইনবোর্ড বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে রাজাস্ব ভুক্ত প্রকল্পের আওতাধীন বাগান মালিকদের মাঝে এসব বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আবু সাঈদ মোঃ ফজলে এলাহী, কৃষি সম্প্রসারণ অফিসার জোবাইদুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার আবু নাছের বাদশা, আবু তাহের ও সাংবাদিক আনোয়ারুল ইসলাম প্রমূখ। বিতরণকৃত চারাগুলো মধ্যে ছিল হাড়িভাঙ্গা আমের ছারা ৪৮০টি. বারি আম ৪৮০টি, আমম্প্রলি ১৮০টি জাতের আমের চারা বিতরণ করা হয়।